রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৯:৩৮ অপরাহ্ন

এ মাসেই সউদী এয়ারলাইন্সের ৬টি বিশেষ ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০
এ মাসেই সউদী এয়ারলাইন্সের ৬টি বিশেষ ফ্লাইট
সউদী এয়ারলাইন্স

করোনাকালে আটকে পড়া প্রবাসী বাংলাদেশিদের মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ফিরিয়ে নিতে সউদী এরাবিয়ান এয়ারলাইন্স আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ঢাকা থেকে ছয়টি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে।

এছাড়াও বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কাছে আগামী ১ অক্টোবর থেকে আরও বেশি নিয়মিত ফ্লাইট পরিচালনার অনুমতি চেয়েছে সউদী এরাবিয়ান এয়ারলাইন্স।

সউদী এরাবিয়ান এয়ারলাইন্সের এক কর্মকর্তা জানান, বেশি সংখ্যক বাংলাদেশি প্রবাসীদের সউদী আরবে তাদের কর্মস্থলে পৌঁছে দিতে আগামী ছয় দিন (৩০ সেপ্টেম্বর পর্যন্ত) ঢাকা থেকে আমরা ছয়টি ফ্লাইট পরিচালনা করব।

আরও পড়ুন : সৌদিগামীদের জন্য বিমানের বিশেষ ফ্লাইট শনিবার শুরু

তিনি বলেন, এ ছয়টি বিশেষ ফ্লাইট ছাড়াও এয়ারলাইন্স তাদের সাপ্তাহিক দুটি নিয়মিত ফ্লাইট ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চালিয়ে যাবে। ১ অক্টোবর থেকে সউদী এয়ারলাইন্স ঢাকা থেকে কয়টি ফ্লাইট পরিচালনা করবে জানতে চাইলে ওই কর্মকর্তা বলেন, বেবিচক থেকে অনুমতি পাওয়ার পর এ বিষয়ে তারা গণমাধ্যমকে জানাতে পারবেন।

বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান গনমাধ্যমকে বলেন, সউদী এয়ারলাইন্সের যে কয়টা ফ্লাইট পরিচালনার প্রয়োজন, তার অনুমতি দেওয়া হবে।

এদিকে, আটকে থাকা প্রবাসীদের অনেকেই গতকাল সউদী আরব ফিরে যাওয়ার জন্য টিকিট সংগ্রহ করতে ভোর থেকেই রাজধানীর সোনারগাঁও হোটেলে সউদী এয়ারলাইন্সের টিকিট কাউন্টারের সামনে জড়ো হয়েছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ

আবহাওয়া