শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৫১ অপরাহ্ন

এ আর রহমানের গানকে ‘বেকার’ বললেন সনু নিগম

বিনোদন ডেস্ক
আপডেট : শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫
এ আর রহমানের গানকে ‘বেকার’ বললেন সনু নিগম

বিনোদন ডেস্ক : 

বলিউডের সংগীত জগতে এ আর রহমান ও সোনু নিগাম এক অনবদ্য জুটি। কিংবদন্তিতুল্য সংগীতজ্ঞ এআর রহমানের সুরে অনেক গান গেয়েছেন জনপ্রিয় গায়ক সোনু নিগাম। তাদের এ জুটি তুমুল জনপ্রিয়তা পেয়েছে। একসঙ্গে তারা ‘সাথিয়া, ‘সাতরঙ্গি রে’র মতো অনেক গান উপহার দিয়েছেন।

এবার সেই অস্কারজয়ী রহমানের গানকে ‘বেকার’ বলে বিস্ফোরক মন্তব্য করলেন সোনু নিগাম। তিনি পরিষ্কার বলেছেন, ‘খারাপ গানকে ভালো বলতে পারব না।’

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি জিরো টু ইন্ডিয়ার একটি সাক্ষাৎকারে অংশ নেন সোনু নিগম। সেখানে আলাপচারিতায় বলিউড মেগাস্টার সালমান খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত সিনেমা ‘যুবরাজ’ প্রসঙ্গ ওঠে।

এ সিনেমার প্রসঙ্গ উঠতেই সোনু জানান, ‘যুবরাজ’-এ বেশ কয়েকটি গান গেয়েছেন তিনি। এ সিনেমার গানে সোনুর সঙ্গে এ আর রহমানও কাজ করেছিলেন।

সোনুকে তাই রহমান প্রসঙ্গে মন্তব্য করতে বলা হলে সোনু বলেন, ‘যুবরাজ সিনেমার গানে আমি আর রহমান দুজনেই কাজ করেছি। এ সিনেমার গান সবগুলোই মোটামুটি, ভালো গান বলা যাবে না।’

সোনু আরও বলেন, এ প্রসঙ্গ নিয়ে আমি আর বেশি কিছু বলতে চাই না। কারণ আমি মিথ্যা বলতে পারব না। আমি বাজে গানের প্রশংসা করতে পারব না

ব্যক্তি এ আর রহমান প্রসঙ্গে বলতে গিয়ে সোনু বলেন, নিজের কাজকে ইবাদত ভাবেন রহমান। কাউকে কখনোই মনে ব্যথা দিয়ে কথা বলেন না। কিন্তু এটিও সত্যি তিনি কাউকে তার খুব ঘনিষ্ঠ করতে চান না। যে কারণে পরিবারসহ অনেকের সাথেই তার দূরত্ব তৈরি হয়েছে।

‘যুবরাজ’ সিনেমার জন্য রহমান ‘জয়হো’ গানটি তৈরি করেন। কিন্তু সেটি সিনেমায় ব্যবহার করা হয়নি। যা পরে ‘স্লামডগ মিলিয়েনিয়র’ সিনেমায় ব্যবহার করা হয়। এ গানের জন্য অস্কারও জেতেন এ রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ

আবহাওয়া