বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১০:৩০ পূর্বাহ্ন

এশিয়ার চ্যাম্পিয়নদের জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা

স্পোর্টস ডেস্ক
আপডেট : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
এশিয়ার চ্যাম্পিয়নদের জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা

স্পোর্টস ডেস্ক : 

টানা দ্বিতীয়বারের মতো যুবাদের এশিয়া কাপ জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সংযুক্ত আরব আমিরাতে গতকাল অনুষ্ঠিত ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা ধরে রাখে টাইগার যুবারা। দারুণ এই সাফল্য পাওয়া যুবাদের জন্য বড় অঙ্কের অর্থ পুরস্কার ঘোষণা করেছেন আচরণবিধির ২.১৩ ধারা ভঙ্গের দায়ে হেডকেও শাস্তি দেওয়া হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এশিয়া কাপ জেতা যুবাদের জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা।

জাতীয় ক্রীড়া পরিষদের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপে টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের গৌরবময় সাফল্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় তথা জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ হতে মাননীয় উপদেষ্টা, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং মাননীয় চেয়ারম্যান, জাতীয় ক্রীড়া পরিষদ অনূর্ধ্ব-১৯ পুরুষ ক্রিকেট দলকে ৫০ লাখ টাকা আর্থিক পুরস্কার ঘোষণা করছেন।

রোববার (৮ ডিসেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ফাইনালে মুখোমুখি হয় বাংলাদেশ। টস হেরে ব্যাট করতে নেমে ৪৯.১ ওভারে ১৯৮ রান করে আজিজুল হক তামিমের দল। তাড়া করতে নেমে ৩৫.২ ওভারে মাত্র ১৩৯ রানে অলআউট হয় ভারত। ৫৯ রানের দাপুটে জয়ে চ্যাম্পিয়নের মুকুট পরে বাংলাদেশের যুবারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ

আবহাওয়া