স্পোর্টস ডেস্ক :
ফ্রেঞ্চ কাপের সেমিফাইনালে গতকাল স্তাদ রেনের বিপক্ষে মাঠে নেমেছিল পিএসজি। ফাইনালের টিকিট নিশ্চিত করার এই ম্যাচে ঘরের মাঠে বেশ আধিপত্য বিস্তার করেই খেলেছে ফরাসি জায়ান্টরা। তবে বেশ কয়েকবার গোলের সুযোগ তৈরি করেও লক্ষ্যভেদ করতে ব্যর্থ হন কিলিয়ান এমবাপে। প্রথমার্ধে একটি পেনাল্টিও মিস করেন তিনি। তবে শেষ পর্যন্ত ব্যবধানও গড়ে দিয়েছেন তিনি।
নিজেদের ঘরের মাঠে এদিন রেনের বিপক্ষে বেশ আধিপত্য বিস্তার করেই খেলেছে পিএসজি। ম্যাচের ৮০ শতাংশ সময় বল নিজেদের দখলে রেখেছিল এমবাপেরা। তবে অধিকাংশ সময় বল নিয়ন্ত্রণে রাখলেও খুব একটা আক্রমণে যেতে পারেনি লুইস এনরিকের দল।
এমবাপে গোলের সুযোগ পেয়েছিলেন ম্যাচের ১২ মিনিটেও। উসমান দেম্বেলের থ্রু পাস থেকে বল পেয়ে শট নেন পিএসজি ফরোয়ার্ড। সেই শট প্রতিপক্ষ রেঁনে গোলবারের অতন্দ্রপ্রহরী স্টিভ মান্দান্দার পায়ে লেগে বল জালে জড়াতে পারত। কিন্তু এবার বাধা হয়ে দাঁড়ায় গোলপোস্ট।
এদিকে ম্যাচের ৩৭ মিনিটে প্রতিপক্ষের ডি বক্সে ফাউলের শিকার হন এমবাপে। ফলে পেনাল্টি পায় পিএসজি। তবে স্পটকিক থেকে গোল করতেও ব্যর্থ হন এমবাপে। এবারও ফরাসি তারকার শট রুখে দেন রেনের গোলরক্ষক।
পেনাল্টি মিসের তিন মিনিট পরেই দলকে জয়সূচক গোল এনে দিয়েছেন এমবাপ্পে। ফ্যাবিয়ান রুইজের পাস থেকে ৪০ মিনিটে গোল করেন পিএসজির ফরোয়ার্ড। এবারের মৌসুমের ৩৯তম গোলটিতে অবশ্য প্রতিপক্ষের এক ডিফেন্ডারের অবদান রয়েছে। বক্সের ভেতর থেকে এমবাপ্পের শট নেওয়া বল প্রতিপক্ষের ডিফেন্ডার ওয়ার্মড ওমারির পায়ে লেগে দিক পরিবর্তন হয়ে জালে জড়ায়।
এরপর দ্বিতীয়ার্ধে দুই দলই গোলের লক্ষ্যে মরিয়া হয়ে লড়লেও কোনো দলই গোল পায়নি। ফলে ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে পিএসজি।
আগামী ২৫ এপ্রিল ফেঞ্চ কাপের ফাইনালে পিএসজির প্রিতপক্ষ লিঁও। প্রথম সেমিফাইনালে দ্বিতীয় স্তরের দল ভ্যালেন্সিয়েসকে ৩-০ গোলে হারিয়ে মঙ্গলবার ফাইনাল নিশ্চিত করেছিল লিঁও।
স্পোর্টস ডেস্ক 
























