Dhaka মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

এবছরেই দুই ভাগে চালু হবে বঙ্গবন্ধু টানেল

  • প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০৪:০৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২
  • ২২৩ জন দেখেছেন

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নির্মাণ করা বঙ্গবন্ধু টানেল চলতি বছরেই উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার (০৭ই সেপ্টেম্বর) সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে এতথ্য জানান তিনি।

এসময় সেতুমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু টানেলের একটি টিউব অক্টোবরে এবং আরেকটি টিউব নভেম্বরে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাদের বলেন, কালনার মধুমতি সেতুর নির্মাণ কাজ শেষ হবে এ মাসেই। এটি উদ্বোধন করা হবে অক্টোবরে, প্রধানমন্ত্রী যখনই সময় দেবেন, তখনই এটার উদ্বোধন হবে।

মেট্রোরেলের ৯৪ ভাগ কাজ শেষ হয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ডিসেম্বরে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশের উদ্বোধন করা হবে। আগামী বছরের ডিসেম্বরের মধ্যে এটি মতিঝিল পর্যন্ত অংশের উদ্বোধন করা হবে। এ ছাড়া ২০৩০ সালের মধ্যে ঢাকায় ছয়টি মেট্রো লাইন চালু হবে বলেও জানান মন্ত্রী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি তপন বিশ্বাস এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাসউদুল হক।

জনপ্রিয় খবর

আবহাওয়া

জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর

এবছরেই দুই ভাগে চালু হবে বঙ্গবন্ধু টানেল

প্রকাশের সময় : ০৪:০৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নির্মাণ করা বঙ্গবন্ধু টানেল চলতি বছরেই উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার (০৭ই সেপ্টেম্বর) সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে এতথ্য জানান তিনি।

এসময় সেতুমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু টানেলের একটি টিউব অক্টোবরে এবং আরেকটি টিউব নভেম্বরে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাদের বলেন, কালনার মধুমতি সেতুর নির্মাণ কাজ শেষ হবে এ মাসেই। এটি উদ্বোধন করা হবে অক্টোবরে, প্রধানমন্ত্রী যখনই সময় দেবেন, তখনই এটার উদ্বোধন হবে।

মেট্রোরেলের ৯৪ ভাগ কাজ শেষ হয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ডিসেম্বরে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশের উদ্বোধন করা হবে। আগামী বছরের ডিসেম্বরের মধ্যে এটি মতিঝিল পর্যন্ত অংশের উদ্বোধন করা হবে। এ ছাড়া ২০৩০ সালের মধ্যে ঢাকায় ছয়টি মেট্রো লাইন চালু হবে বলেও জানান মন্ত্রী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি তপন বিশ্বাস এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাসউদুল হক।