ফেনী জেলা প্রতিনিধি :
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, এই সরকার সব সময় উন্নয়নের দোহাই দিচ্ছে। এতো উন্নয়ন করলে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে অনীহা কেন। ক্ষমতায় টিকে থাকতে লাখ লাখ মানুষকে কারাবন্দি করেছেন। ভালো কাজ করলে জনগণ ভোট দেবে তাতে আমাদের কোনো অসুবিধা নেই। বারবার তালবাহানা করে কেন আগুন জ্বালাচ্ছেন। তাদের অধীনে আরেকটি নির্বাচন মানে সম্পূর্ণ ধোঁকাবাজি ও অযৌক্তিক কথা।
সোমবার (১৮ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ফেনী শহরের মিজান ময়দানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, নির্বাচন কমিশনারের পদত্যাগ ও জাতীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।
চরমোনাই পীর বলেন, এ সরকার বিরোধী দলে থাকাকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে লগি বৈঠা আন্দোলন, মানুষকে হত্যা, গুমসহ বিভিন্নভাবে রাজপথে আন্দোলন করেছিল। কিন্তু এখন ক্ষমতায় বসে তারাই ভিন্ন কথা বলেন। এই সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়। এটা আমরা না, এখন তাদের নেতারাও বলছেন। ২০১৮ সালে রাতের ভোটে সরকার গঠন করেছে তারা। এ অবৈধ সরকারের সংসদও বৈধ না।
তিনি আরও বলেন, আজকে তাদের নেতাকর্মীরাও উন্নয়নের কথা বলে বলে মুখে ফেনা তুলছে। আমরা তো দেখেছি কী উন্নয়ন হয়েছে। এই সরকার উন্নয়নের নামে লুটপাট করেছে। প্রতিটি নাগরিকের মাথার ওপর ঋণের বোঝা চাপিয়ে দিয়ে কানাডায় বেগমপাড়া তৈরি করেছে। মানুষের কষ্টার্জিত টাকা বিদেশে পাচার করে সম্পদের পাহাড় করেছে।
চরমোনাই পীর বলেন, বাংলাদেশের মানুষ দলীয় সরকারের অধিনে ২০১৪ এবং ২০১৮ সালের নির্বাচন দেখেছে। ওই নির্বাচনে দিনের ভোট রাতেই বাক্স বন্ধি করে রাখা হয়েছে। এ ধরনের বিতর্কিত একটি নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগের সরকার ক্ষমতায় এসেছে। বর্তমান সরকার রাতের ভোটের সরকার। এটি এক প্রকারের অবৈধ সরকার। আজকের এ প্রেক্ষাপটে আবার দলীয় সরকারের অধিনে নির্বাচন করে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে চায়।
ইসলামী আন্দোলন বাংলাদেশের ফেনী জেলা সভাপতি অধ্যক্ষ মাওলানা নূরুল করীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক একরামুল হক ভূঁইয়ার পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আখন্দ, মহিলা বিষয়ক সম্পাদক মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক জান্নাতুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) মাওলানা খলিলুর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মুহাম্মদ শরিফুল ইসলাম রিয়াদ।