Dhaka শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ঋণের চাপ সইতে না পেরে ‘আত্মহত্যা’

রাঙামাটি জেলা প্রতিনিধি : 

ঋণের চাপ সইতে না পেরে রাঙামাটির রাজস্থলী উপজেলায় থুইমং মারমা (৪৫) নামে এক ব্যক্তি গলা ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলার বাঙাল হালিয়ার নিজ বাড়িতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি মৃত ঘোষণা করেন।

থুইমং মারমা রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের মহাজনপাড়ার বাসিন্দা হলেও বাঙাল হালিয়া ইউনিয়নের ধুলিয়াপাড়া বসবাস করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাঙ্গালহালিয়া বাজারের দোকানের ভিতরে থুইমং মারমা সকালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বিভিন্ন সমিতি থেকে নেওয়া ঋণ এবং লোকজনের কাছ থেকে নেওয়া ধারের টাকা শোধের চাপ সহ্য করতে না পেরে তিনি গলায় ফাঁস দেন।

থুইমং মারমার স্ত্রী বলেন, বিভিন্ন ব্যাংক ও সমিতি থেকে ঋণ নিয়েছিলেন তাঁর স্বামী। তাঁর ধারণা, ঋণের বোঝা সইতে না পেরেই তাঁর স্বামী আত্মহত্যা করেছেন।

বাঙাল হালিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আদোমং মারমা বলেন, থুইমং মারমাকে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বসতঘরের বিমের সঙ্গে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তাঁর স্ত্রী। তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে থুইমংকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে চাইলে রাঙামাটির চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনচারুল করিম জানান, সকালে এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তার পরিবারের লোকজন ঘটনাস্থলে এসেছে। এই ঘটনায় তাদের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ব্যতিত লাশ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মহিপুরে পাঁচ কিমি কাঁচা সড়কে হাঁটুজল, দুর্ভোগে পথচারী

ঋণের চাপ সইতে না পেরে ‘আত্মহত্যা’

প্রকাশের সময় : ০৪:১৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩

রাঙামাটি জেলা প্রতিনিধি : 

ঋণের চাপ সইতে না পেরে রাঙামাটির রাজস্থলী উপজেলায় থুইমং মারমা (৪৫) নামে এক ব্যক্তি গলা ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলার বাঙাল হালিয়ার নিজ বাড়িতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি মৃত ঘোষণা করেন।

থুইমং মারমা রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের মহাজনপাড়ার বাসিন্দা হলেও বাঙাল হালিয়া ইউনিয়নের ধুলিয়াপাড়া বসবাস করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাঙ্গালহালিয়া বাজারের দোকানের ভিতরে থুইমং মারমা সকালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বিভিন্ন সমিতি থেকে নেওয়া ঋণ এবং লোকজনের কাছ থেকে নেওয়া ধারের টাকা শোধের চাপ সহ্য করতে না পেরে তিনি গলায় ফাঁস দেন।

থুইমং মারমার স্ত্রী বলেন, বিভিন্ন ব্যাংক ও সমিতি থেকে ঋণ নিয়েছিলেন তাঁর স্বামী। তাঁর ধারণা, ঋণের বোঝা সইতে না পেরেই তাঁর স্বামী আত্মহত্যা করেছেন।

বাঙাল হালিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আদোমং মারমা বলেন, থুইমং মারমাকে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বসতঘরের বিমের সঙ্গে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তাঁর স্ত্রী। তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে থুইমংকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে চাইলে রাঙামাটির চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনচারুল করিম জানান, সকালে এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তার পরিবারের লোকজন ঘটনাস্থলে এসেছে। এই ঘটনায় তাদের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ব্যতিত লাশ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।