ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। বাস, ট্রেন ও লঞ্চে ভিড় লেগেই আছে। তবে রাজধানীতে ঈদের আমেজ এখনো কাটেনি। রাস্তা-ঘাট এখনও ফাঁকা। মার্কেটগুলো পুরোপুরি খোলেনি।
করোনাভাইরাস পরিস্থিতিতে শহরের চিরচেনা সেই যানজট নেই।
সোমবার (৩ আগস্ট) রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা যায়, ঈদের ছুটি শেষে অনেকেই কর্মস্থলে যোগ দিয়েছেন। এতে রাস্তাঘাটে কিছুটা যানবাহন বেড়েছে। তবে বাড়তি যানজট কোথাও নেই। কারণ অনেকেই আরও কয়েকদিন থেকে রাজধানীতে ফিরবেন।
আরও পড়ুন : গাদাগাদির ঈদ যাত্রায় স্বাস্থ্যবিধি উপেক্ষিত
তবে সরকারের নির্দেশনায় ঈদুল আজহার ছুটিকালীন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বাধ্যতামূলক কর্মস্থলে থাকতে হয়েছে। পোশাক শ্রমিকদেরও ঈদের ছুটিতে কর্মস্থল ছেড়ে বাড়ি যাওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা ছিল। ফলে গার্মেন্টস কর্মীরাও অনেকে এবার বাড়ি যেতে পারেননি।
সরকারি নিষেধাজ্ঞা না মেনে পরিবার-পরিজনের সঙ্গে কোরবানির ঈদ কাটিয়েছেন অনেকেই। তারা রাজধানীতে ফিরতে শুরু করেছেন। কমলাপুর স্টেশনে সকাল থেকে যতোগুলো ট্রেন এসেছে সবগুলোতে যাত্রী পরিপূর্ণ ছিল। যদিও করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে মোট আসনের অর্ধেক যাত্রী বহন করছে রেলওয়ে।
সদরঘাট লঞ্চ টার্মিনালে গিয়ে দেখা গেছে, আগের মতোই গাদাগাদি করে যাত্রী বহন করছে লঞ্চগুলো। লঞ্চ থেকে নেমেও যাত্রীদেরকে দূরত্ব বজায় রাখতে দেখা যায়নি।
নগরীর বাস টার্মিনালেও ঢাকায় ফেরা যাত্রীদের ভিড় দেখা গেছে। পরিবহন মালিকরা দাবি করেছেন অর্ধেক আসনে যাত্রী পরিবহন করা হচ্ছে। তবে সব বাসে এ নিয়ম মানা হচ্ছে না বলে যাত্রীরা অভিযোগ করেছেন।
সংশ্লিষ্টদের মতে, ঈদে ঘরে ফেরা যাত্রীরা ফিরবেন আরও কয়েকদিন ধরে। তখন চিরচেনা ঢাকা আবার স্বরুপে ফিরবে।