Dhaka মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ঈদে মুক্তি পাচ্ছে রোশান-বুবলীর রিভেঞ্জ

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৯:৫২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪
  • ১৯৫ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

ক’দিন আগেই ঢালিউডের আলোচিত প্রযোজক ও নির্মাতা মোহাম্মদ ইকবালের নির্মিত সিনেমা ‘ডেডবডি’ মুক্তি পেয়েছে। সম্প্রতি তিনি সেন্সর বোর্ডে জমা দেন তার নতুন সিনেমা ‘রিভেঞ্জ’। ডেডবডি প্রকাশের পর পরই রিভেঞ্জ সিনেমার ছাড়পত্র নিয়ে নির্মাতা ব্যস্ত সময় পার করছেন।

বুধবার (০৫ জুন) সিনেমাটি বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে বলে নিশ্চিত করেছেন ইকবাল।

সিনেমার ছাড়পত্র প্রসঙ্গে নির্মাতা ইকবাল বলেন, ‘সিনেমাটি দেখে সংশ্লিষ্টরা আনকাট ছাড়পত্র দিয়েছে। তাছাড়া সেন্সর বোর্ড সদস্য খোরশেদ আলম খসরু ভাই ফোন করে সিনেমাটির প্রশংসা করেছেন। একজন নির্মাতা হিসেবে এটাই আমার সার্থকতা। ঈদুল আজহা-তে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করছি। সেভাবেই সব কাজ চলছে। আশা করছি, আমার এই সিনেমাটি দর্শকদের নিরাশ করবে না।’

তিনি আরও বলেন, ‘এত সব গ্যাংস্টারদের (শাকিব খান) ভিড়ে এমন পুলিশ অফিসার (বুবলী) দরকার। রিভেঞ্জ একটি অ্যাকশনধর্মী সিনেমা। এতে রোশান হাজির হচ্ছেন প্রধান চরিত্রে। সিনেমাটিতে বুবলী অভিনয় করেছেন পুলিশ কর্মকর্তার ভূমিকায়। সুনান মাল্টিমিডিয়া প্রযোজিত এই সিনেমায় বুবলী ও রোশান ছাড়াও অভিনয় করেছেন মিশা সওদাগর, দীপা খন্দকার ও সীমান্ত।’

‘রিভেঞ্জ’ সিনেমা ছাড়াও ঈদুল আজহায় মুক্তির তালিকায় রয়েছে ‘তুফান’ সিনেমা। এরই মধ্যে এ সিনেমা মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন নির্মাতা রায়হান রাফী। তা ছাড়াও মুক্তির মিছিলে রয়েছে রাশীদ পলাশের ‘ময়ূরাক্ষী’ সিনেমা।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সংস্কার না হওয়ায় খানাখন্দে চলাচলে অনুপযোগী, দুর্ভোগ শিক্ষক-শিক্ষার্থীদের

ঈদে মুক্তি পাচ্ছে রোশান-বুবলীর রিভেঞ্জ

প্রকাশের সময় : ০৯:৫২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪

বিনোদন ডেস্ক : 

ক’দিন আগেই ঢালিউডের আলোচিত প্রযোজক ও নির্মাতা মোহাম্মদ ইকবালের নির্মিত সিনেমা ‘ডেডবডি’ মুক্তি পেয়েছে। সম্প্রতি তিনি সেন্সর বোর্ডে জমা দেন তার নতুন সিনেমা ‘রিভেঞ্জ’। ডেডবডি প্রকাশের পর পরই রিভেঞ্জ সিনেমার ছাড়পত্র নিয়ে নির্মাতা ব্যস্ত সময় পার করছেন।

বুধবার (০৫ জুন) সিনেমাটি বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে বলে নিশ্চিত করেছেন ইকবাল।

সিনেমার ছাড়পত্র প্রসঙ্গে নির্মাতা ইকবাল বলেন, ‘সিনেমাটি দেখে সংশ্লিষ্টরা আনকাট ছাড়পত্র দিয়েছে। তাছাড়া সেন্সর বোর্ড সদস্য খোরশেদ আলম খসরু ভাই ফোন করে সিনেমাটির প্রশংসা করেছেন। একজন নির্মাতা হিসেবে এটাই আমার সার্থকতা। ঈদুল আজহা-তে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করছি। সেভাবেই সব কাজ চলছে। আশা করছি, আমার এই সিনেমাটি দর্শকদের নিরাশ করবে না।’

তিনি আরও বলেন, ‘এত সব গ্যাংস্টারদের (শাকিব খান) ভিড়ে এমন পুলিশ অফিসার (বুবলী) দরকার। রিভেঞ্জ একটি অ্যাকশনধর্মী সিনেমা। এতে রোশান হাজির হচ্ছেন প্রধান চরিত্রে। সিনেমাটিতে বুবলী অভিনয় করেছেন পুলিশ কর্মকর্তার ভূমিকায়। সুনান মাল্টিমিডিয়া প্রযোজিত এই সিনেমায় বুবলী ও রোশান ছাড়াও অভিনয় করেছেন মিশা সওদাগর, দীপা খন্দকার ও সীমান্ত।’

‘রিভেঞ্জ’ সিনেমা ছাড়াও ঈদুল আজহায় মুক্তির তালিকায় রয়েছে ‘তুফান’ সিনেমা। এরই মধ্যে এ সিনেমা মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন নির্মাতা রায়হান রাফী। তা ছাড়াও মুক্তির মিছিলে রয়েছে রাশীদ পলাশের ‘ময়ূরাক্ষী’ সিনেমা।