মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১০:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

ঈদে বিপরীতমুখী কাজ করবে না রেল : রেলমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
আপডেট : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০

ঈদ সামনে রেখে ট্রেন বাড়ানো হবে না জানিয়ে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, এবার অগ্রিম টিকিটও বিক্রি করা হবে না। তিনি বলেন, ঈদে রেলের বাড়তি কোনো প্রস্তুতি নেই, সরকারের নির্দেশনা অনুযায়ী যেভাবে স্বাস্থ্যবিধি মেনে ট্রেন চলছে, সেভাবেই চলবে।

এসময় মন্ত্রী জানান, ঈদে বাড়তি ট্রেন ও অগ্রিম টিকিট বিক্রি করে দুর্যোগ গ্রামে ছড়াতে চায় না রেল মন্ত্রণালয়।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে রেল ভবনে ঈদের প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন নূরুল ইসলাম সুজন।

তিনি বলেন, ঈদে যে যেখানে আছেন, সেখানেই ঈদ উদযাপন করুন। দেশের স্বার্থে আপনারা বাড়ি যাওয়া থেকে বিরত থাকুন। নিজেকেও নিরাপদ রাখুন।

মন্ত্রী বলেন, আমরা যদি বাড়তি ট্রেন যোগ করি তাহলে সেটা বিপরীত হয়ে যাবে। একদিকে বলছি, বাড়ি যাবেন না, অন্য দিকে সুযোগ করে দিচ্ছি, সেই বিপরীতমুখী কাজ করবে না রেল। মহামারি হ্রাস না পাওয়া পর্যন্ত যেভাবে ট্রেন চলছে, সেভাবেই চলবে। কোনো ভাড়াও বাড়ানো হবে না।

এসময় উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা, বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক মো.শামসুজ্জামান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ

আবহাওয়া