নিজস্ব প্রতিবেদক :
সপ্তাহ পেরোলেই পবিত্র ঈদুল ফিতর। তার আগেই স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে বাড়ি ফিরছেন চাঁদপুরের মানুষ। আর নদীবন্দর চাঁদপুরে ঈদে ঘরমুখো যাত্রীদের বরণ করতে প্রস্তুত লঞ্চ টার্মিনাল।
এই জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
জানা গেছে, সড়ক পথের চেয়ে চাঁদপুরবাসীর জন্য সাশ্রয়ী ও নিরাপদ নদীপথ। আর এই নদীপথে যাত্রীদের বহন করতে প্রস্তুত যাত্রীবাহী লঞ্চগুলো। এরই মধ্যে অনেকেই বাড়ি ফিরতে শুরু করেছেন। তাই অন্যবারের মতো এবারো যাত্রীদের বাড়তি চাপ সামাল দিতে প্রস্তুত শহরের লঞ্চ টার্মিনাল। এই জন্য লঞ্চ চালকরা পরিস্থিতি মোকাবিলায় এখনই সতর্ক। কারণ, একদিকে বাড়তি যাত্রীর চাপ। অন্যদিকে, নদীপথে বৈরী আবহাওয়া। তাই বেশ সতর্কতার সঙ্গে যাত্রীদের নিয়ে লঞ্চ চালানোর দিকে মনোযোগ তাদের।
এদিকে টার্মিনালে যাত্রীচাপ সামাল দিতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে বিআইডব্লিউটিএ। এমন তথ্য জানান বিআইডব্লিউটিএর বন্দর কর্মকর্তা শাহাদাত হোসেন।
অন্যদিকে, নদীপথে যাত্রীবাহী লঞ্চের নিরাপত্তায় টহল জোরদারের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান, নৌপুলিশ চাঁদপুর অঞ্চলের প্রধান পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান।
তিনি বলেন, ঈদের আগে ও পরে মোট ২ সপ্তাহ দিনরাত নিরাপত্তা নেয়া হবে।
শুধু চাঁদপুর-ঢাকা-নারায়ণগঞ্জসহ দেশের ১৫টি নৌপথে চলাচল করে ছোট-বড় মিলিয়ে এমন যাত্রীবাহী লঞ্চের সংখ্যা প্রায় ৩৫টি। ঈদ উপলক্ষে এসব লঞ্চে প্রতিদিন লক্ষাধিক যাত্রী যাতায়াত করেন।