ইসরায়েলের রাজধানী তেল আবিবে আকাশ থেকে ব্যস্ত রাস্তায় পড়ে কিছু প্লাস্টিকের প্যাকেট। ওই সব প্লাস্টিকের সেসব প্যাকেটে ছিল গাঁজা। সম্প্রতি ঘটনাটি ঘটেছে সেখানে।
আকাশ থেকে প্লাস্টিকের ছোট ছোট প্যাকেট পড়ছে। সেসব প্যাকেট কুড়িয়ে নিচ্ছেন উপস্থিত কিছু মানুষ।
ট্রাফিক পুলিশ আকাশ থেকে পড়া প্যাকেটগুলো কুড়িয়ে নেওয়ার চেষ্টা করলেও জনতার সঙ্গে পেরে উঠছে না।
তেল আবিবের জনপ্রিয় রাবিন স্কোয়্যারে ড্রোনের সাহায্যে আকাশ থেকে গাঁজার প্যাকেট ফেলেছে ‘দ্য গ্রিন ড্রোনস’ নামের একটি দল।
আরও পড়ুন : পঞ্চগড়ে বাঘ সন্দেহে মেছো বিড়াল আটক উদ্ধারের আগেই মৃত্যু
ইসরায়েলে গাঁজা সেবন বৈধ ঘোষণা করার দাবি জানায় দলটি। নিজেদের কর্মসূচি প্রচারের জন্য এ ধরনের ঘটনা ঘটিয়েছে তারা। সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করে দ্য গ্রিন ড্রোনস লিখেছে, ভাই সব, এটাই সময়। এটা পাখি? এটা বিমান? না, এটা গ্রিন ড্রোনস। আকাশ থেকে গাঁজা ছড়াচ্ছে। আশা করি, সকলে মুক্ত ভালোবাসার স্বাদ পাবেন।
প্রত্যেক প্যাকেটে ২ গ্রাম করে গাঁজা ছিল। এভাবে প্রায় এক কেজি গাঁজা আকাশ থেকে ফেলা হয়েছে। ওই সংস্থা ঘোষণা করেছে, ‘গাঁজার বৃষ্টি’ নামে তারা একটি প্রকল্প চালু করেছে। সেই প্রকল্পের অংশ হিসেবে ইসরায়েলের বিভিন্ন জায়গায় প্রতি সপ্তাহে এক বার করে ড্রোনের মাধ্যমে আকাশ থেকে গাঁজা ফেলা হবে।
সূত্র : দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস