শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৫৪ অপরাহ্ন

ইরানকে উড়িয়ে দিতে চান না ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
আপডেট : বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫
ইরানকে উড়িয়ে দিতে চান না ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : 

ইরানকে উড়িয়ে দিতে চান না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন- একে একটি মহান ও সফল দেশ হিসেবে দেখতে চান তিনি। তবে তাদের হাতে কোনো পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না।

নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি লিখেছেন- খবর প্রকাশিত হযেছে যে, ইসরাইলের সঙ্গে যুক্ত হয়ে ইরানকে ছিন্নভিন্ন করে উড়িয়ে দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এ খবরকে তিনি নির্ভেজাল অতিরঞ্জিত বলে মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, তিনি একটি ভেরিফায়েড পারমাণবিক শান্তিচুক্তির পক্ষে। এর অধূনে ইরান সমৃদ্ধি ও প্রবৃদ্ধির দিকে এগিয়ে যাবে। আরও বলেন, তিনি এ নিয়ে অবিলম্বে কাজ করতে চান, যাতে এমন চুক্তিতে স্বাক্ষর হওয়ার পর, তা সম্পন্ন হলে জনগণ মিডলইস্ট নিয়ে উদযাপন করতে পারে।

উল্লেখ্য, ২০১৫ সালে যুক্তরাষ্ট্রের তখনকার প্রেসিডেন্ট বারাক ওবামার অধীনে ইরানের সঙ্গে ঐতিহাসিক একটি চুক্তি স্বাক্ষর হয়। এর নাম জয়েন্ট কমপ্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন (জেসিপিওএ)। এই চুক্তিতে স্বাক্ষর করেছিল উন্নত ৫টি+১টি দেশ ও ইরান। ওই ৬টি দেশ হলো যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, বৃটেন, ফ্রান্স ও জার্মানি। কয়েক বছর ধরে সংলাপের পর এই চুক্তিতে উপনীত হয় ওবামা প্রশাসন। এর অধীনে ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার বিনিময়ে নিষেধাজ্ঞা তুলে নেয় জাতিসংঘ। কিন্তু ডনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর ২০১৮ সালে একতরফাভাবে এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন।

তার পরিবর্তে ইরানের বিরুদ্ধে আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন। তা বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে আরো কঠোর আকার ধারণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ

আবহাওয়া