নিজস্ব প্রতিবেদক :
টঙ্গীতে আসন্ন বিশ্ব ইজতেমায় অংশগ্রহণকারী মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে বিভিন্ন রুটে সাত জোড়া বিশেষ ট্রেন চলাচলের ব্যবস্থা করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী সই করা এক তথ্য বিবরণীতে এ বিষয় জানানো হয়।
আগামী ৩১ জানুয়ারি দুপুর ১টা থেকে ২ ফেব্রুয়ারি আখেরি মোনাজাত পর্যন্ত সুবর্ণ, সোনারবাংলা, কক্সবাজার, পর্যটক ও বনলতা এক্সপ্রেস ছাড়া অন্যান্য সব আন্তঃনগর, মেইল এক্সপ্রেস ও কমিউটার ট্রেন টঙ্গী স্টেশনে (আপ -ডাউন) দুই মিনিট করে থামবে।
ইজতেমা চলাকালে জয়দেবপুর কমিউটার ট্রেনের সপ্তাহিক ছুটি শনিবার বাতিল করে শুক্রবার করা হয়েছে। শুক্রবার জয়দেবপুর কমিউটার-৪ (জয়দেবপুর-ঢাকা) বাতিল করে তা জয়দেবপুর থেকে ঈশ্বরদী পাঠানো হবে এবং ছুটি শনিবারের পরিবর্তে শুক্রবার করা হবে। টাঙ্গাইল-টঙ্গী স্পেশাল-১ হিসেবে টাঙ্গাইল থেকে শনিবার দুপুর ১২টায় টাঙ্গাইল-টঙ্গী-ঢাকা রুটে ট্রেন চালানো হবে।
আখেরি মোনাজাতের দিন ওই রেক দিয়ে ভোর ৫টা ২৫ মিনিটে জয়দেবপুর কমিউটার-১ এর পরিবর্তে মোনাজাত স্পেশাল হিসেবে টঙ্গী পর্যন্ত ট্রেন চালানো হবে। এরপর জয়দেবপুর কমিউটার-১ হিসেবে ট্রেনটি টঙ্গী থেকে জয়দেবপুর এবং জয়দেবপুর কমিউটার-২ হিসেবে জয়দেবপুর থেকে ঢাকায় ফিরবে। পরে জয়দেবপুর কমিউটার-৩ ট্রেনটি ঢাকা থেকে টঙ্গী পর্যন্ত চালিয়ে দুপুর ১২টায় রুট বাড়িয়ে টঙ্গী থেকে টাঙ্গাইল পর্যন্ত ‘টঙ্গী-টাঙ্গাইল স্পেশাল-২’ হিসেবে চালানো হবে।
৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপ ৩ থেকে ৫ ফেব্রুয়ারি। আট দিন বিরতির পর ১৪ ফেব্রুয়ারি থেকে সাদপন্থিরা ইজতেমা করবেন। ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এ বছরের বিশ্ব ইজতেমা।