বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ০১:২৯ পূর্বাহ্ন

ইউরো শুরুর আগেই ছিটকে গেলেন নেদারল্যান্ডস মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ং

স্পোর্টস ডেস্ক
আপডেট : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
ইউরো শুরুর আগেই ছিটকে গেলেন নেদারল্যান্ডস মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ং

স্পোর্টস ডেস্ক : 

আইসল্যান্ডকে উড়িয়ে ইউরোর আগে প্রস্তুতি ভালোভাবেই সেরেছে নেদারল্যান্ডস। তবে তাতেও যে স্বস্তিতে থাকার সুযোগ নেই দলটির। জয়ের রাতে যে মিলেছে বড় দুঃসংবাদ। চোটে পড়ে ইউরো ২০২৪ থেকে ছিটকে গেছেন দলটির মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ং।

মিডফিল্ডে নেদারল্যান্ডসের অন্যতম ভরসার নাম ডি ইয়ং। কুমানের ট্যাকটিক্সেরও বড় অংশ জুড়ে থাকেন বার্সেলোনার এই মিডফিল্ডার। তবে চোট সবকিছুই এলোমেলো করে দিলো ডাচদের। ২৭ বছর বয়সী এই ফুটবলারের না থাকা ডাচদের জন্য হবে বড় দুশ্চিন্তার কারণ। আর এজন্য সরাসরি তার ক্লাব বার্সেলোনাকে দুষেছেন ডাচদের কোচ রোনাল্ড কুমান।

আইসল্যান্ডকে ৪-০ গোলে হারানোর পর কুমান ডি ইয়ংয়ের চোটের জন্য একহাত নিয়েছেন বার্সেলোনাকে। ‘তার ক্লাব আগে ঝুঁকি নিয়েছে আর আমরা এর খেসারত দিলাম। আমরা জানি শতভাগ ফিট না থাকার পরও তাকে খেলানো হয়েছে।’

আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগেই অবশ্য দলের সঙ্গে অনুশীলন করেছিলেন ডি ইয়ং। তবে ম্যাচে নামানো হয়নি তাকে। পুরো ফিট হওয়ার অপেক্ষায় ছিল তার দল। ম্যাচ শেষে ইয়ংয়ের ইউরো থেকে ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন ডাচ কোচ রোনাল্ড কোম্যান। ডাচ কোচের ভাষ্য, ‘পরীক্ষায় দেখা গেছে, সে এখনও ওই কাজগুলো করতে পারে না, যেগুলো তার করতে পারা উচিত। প্রতিবার অনুশীলনের পর তার অ্যাঙ্কেলে সমস্যা হয়। এতে এই সিদ্ধান্তে পৌঁছানো যায় যে, আগামী তিন সপ্তাহে সে শতভাগ ফিট থাকবে না।’

এদিকে ইউরো থেকে ছিটকে যাওয়ায় নিজের হতাশা প্রকাশ করেছেন ডি ইয়ং, ‘ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে থাকতে না পারায় আমি বিষণ্ন ও হতাশ। আমাদের পক্ষে যা করা সম্ভব, সবই আমরা সাম্প্রতিক সপ্তাহগুলোতে করেছি। দুর্ভাগ্যজনকভাবে আমার অ্যাঙ্কেলের আরও সময় প্রয়োজন।’

ইনজুরিতে ছিটকে গেলেও দলের প্রতি বার্তা দিয়ে রেখেছেন ডি ইয়ং, ‘কোনো টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করা, কমলা জার্সি পরা, জাতীয় সঙ্গীত গাওয়া এবং পুরো দেশের সমর্থন অনুভব করা স্বপ্ন ও সর্বোচ্চ সম্মানের। কিন্তু এখন, আর সব অরেঞ্জ আর্মির মতো পার্শ্বরেখা থেকে দলের জন্য উল্লাস করব। এগিয়ে যাও ছেলেরা।’

চোটের শঙ্কা থাকা সত্ত্বেও ডি ইয়ংকে স্কোয়াডে রেখেছিলেন কুমান। আশায় ছিলেন, ইউরোর আগে হয়তো নিজেকে ফিট করে তুলবেন। তবে গোড়ালির চোট শেষ পর্যন্ত তাকে ছিটকেই দিয়েছে টুর্নামেন্ট থেকে। চলতি মৌসুমে বেশ কয়েকবারই চোটে পড়েছেন সাবেক আয়াক্স মিডফিল্ডার। বার্সেলোনার হয়ে মিস করেছেন অনেকগুলো ম্যাচ। মার্চে ফেরার পর থেকে খেলেছেন কেবল তিনটা ম্যাচ।

সব মিলিয়ে বার্সেলোনার জার্সিতে এই মৌসুমে খেলেছেন ৩০ ম্যাচ। ইউরোর আগে দুই প্রীতি ম্যাচেই অবশ্য ডি ইয়ংকে ছাড়া বেশ ভালো করেছে নেদারল্যান্ডস। কানাডার সাথে তারা জয় পেয়েছে ৪-০ গোলে। আর আইসল্যান্ডের সাথেও ব্যবধানটা একই। ১৬ জুন পোল্যান্ডের সাথে ম্যাচ দিয়ে শুরু হবে ডাচদের ইউরো অভিযান। গ্রুপ ‘ডি’ তে তাদের অন্য দুই প্রতিপক্ষ অস্ট্রিয়া ও ফ্রান্স।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ

আবহাওয়া