শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০৬:২৬ পূর্বাহ্ন

ইউক্রেনকে যুদ্ধবিমান দেবে পোল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক
আপডেট : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
ইউক্রেনকে যুদ্ধবিমান দেবে পোল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক : 

প্রথম দেশ হিসেবে ইউক্রেনকে যুদ্ধবিমান দেওয়ার অঙ্গীকার করেছে পোল্যান্ড। ইউক্রেনকে তারা চারটি মিগ-২৯ যুদ্ধবিমান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পোল্যান্ড হচ্ছে ন্যাটোর সদস্য। রাশিয়াকে প্রতিহত করার ক্ষেত্রে দেশটির এমন পদক্ষেপকে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে।

বৃহস্পতিবার (১৬ মার্চ) রাজধানী ওয়ারশতে এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা এই কথা জানান।

পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা বলেন, যুদ্ধে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ইউক্রেনে চারটি মিগ-২৯ যুদ্ধবিমান পাঠাবে পোল্যান্ড। আগামী কয়েক দিনের মধ্যে এসব যুদ্ধবিমান ইউক্রেনের কাছে হস্তান্তর করা হবে। যুদ্ধবিমানগুলো সাবেক জার্মান ডেমোক্রেটিক রিপাবলিক থেকে পেয়েছিল পোল্যান্ড।

দুদা বলেন, যুদ্ধবিমানগুলো এখনো পোলিশ আকাশ প্রতিরক্ষায় ব্যবহার করা হচ্ছে। সিদ্ধান্তটি উচ্চ পর্যায় থেকে এসেছে বলেও জানান তিনি।

ইউক্রেনকে সামরিক সহায়তার দিক থেকে ন্যাটোভুক্ত দেশগুলোর মধ্যে শীর্ষে চলে এসেছে পোল্যান্ড। তাদের এই অঙ্গীকার অন্যদেশগুলোর ওপর চাপ বাড়াবে।

এদিকে মার্কিন নজরদারি ড্রোন ভূপাতিত করার একটি ভিডিও প্রকাশ করেছে পেন্টাগন। যুক্তরাষ্ট্রের দাবি, অনিরাপদভাবে মার্কিন ওই ড্রোন ভূপাতিত করে রুশ যুদ্ধবিমান।

প্রকাশিত ৪২ সেকেন্ডের ভিডিওতে দেখা গেছে, মার্কিন ড্রোন এমকিউ-৯ এর পেছন থেকে উড়ে আসছে রাশিয়ান সু-২৭ বিমান। এরপর যুদ্ধবিমানটি ড্রোনটিকে লক্ষ্য করে তেল নিক্ষেপ করে। এতেই ড্রোনটি ধ্বংস হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ

আবহাওয়া

%d bloggers like this:
%d bloggers like this: