Dhaka শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

আমিরাতে জরুরি গাড়ির রাস্তা না দিলেই জরিমানা

  • যোগাযোগ ডেস্ক
  • প্রকাশের সময় : ০৫:০৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১
  • ১৮৮ জন দেখেছেন

সংগৃহীত ছবি

পুলিশ, ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্সসহ জরুরি প্রয়োজনে চলা কোনো গাড়ির জন্য যে সকল গাড়ির চালক রাস্তা ছেড়ে দেবেন না, তাদেরকে তিন হাজার দিরহাম জরিমানা করা হবে। জরিমানার পাশাপাশি দোষী গাড়ি এক মাসের জন্য আটক রাখবে পুলিশ। সেই সঙ্গে চালকের নামে কালো ছয় পয়েন্ট যুক্ত হবে।

আমিরাতের রাস্তার চলাচলকারি গাড়ির জন্য এ নিয়ম চালু হয়েছে বলে খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সড়কে চলাচলের ক্ষেত্রে সবার নিরাপত্তার বিষয়ে প্রচারণা চালানোর অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সবাই যেন, ট্রাফিক আইন মেনে চলে, সেই উদ্দেশেই নতুন এই নিয়ম চালু করা হয়েছে সে দেশে।

এছাড়া, রোগী থেকে শুরু করে দুর্ঘটনার শিকার কাউকে দ্রুত হাসপাতালে পৌঁছাতেও এই নীতি কাজে দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সূত্র: খালিজ টাইমস

জনপ্রিয় খবর

আবহাওয়া

অন্যায়কে প্রশ্রয় দেয় না খালেদা জিয়া, তারেক রহমান বা বিএনপি : শামা ওবায়েদ 

আমিরাতে জরুরি গাড়ির রাস্তা না দিলেই জরিমানা

প্রকাশের সময় : ০৫:০৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১

পুলিশ, ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্সসহ জরুরি প্রয়োজনে চলা কোনো গাড়ির জন্য যে সকল গাড়ির চালক রাস্তা ছেড়ে দেবেন না, তাদেরকে তিন হাজার দিরহাম জরিমানা করা হবে। জরিমানার পাশাপাশি দোষী গাড়ি এক মাসের জন্য আটক রাখবে পুলিশ। সেই সঙ্গে চালকের নামে কালো ছয় পয়েন্ট যুক্ত হবে।

আমিরাতের রাস্তার চলাচলকারি গাড়ির জন্য এ নিয়ম চালু হয়েছে বলে খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সড়কে চলাচলের ক্ষেত্রে সবার নিরাপত্তার বিষয়ে প্রচারণা চালানোর অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সবাই যেন, ট্রাফিক আইন মেনে চলে, সেই উদ্দেশেই নতুন এই নিয়ম চালু করা হয়েছে সে দেশে।

এছাড়া, রোগী থেকে শুরু করে দুর্ঘটনার শিকার কাউকে দ্রুত হাসপাতালে পৌঁছাতেও এই নীতি কাজে দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সূত্র: খালিজ টাইমস