শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০৬:০৬ অপরাহ্ন

আবারো বিয়ে করেছেন সংগীতশিল্পী নোবেল

বিনোদন ডেস্ক
আপডেট : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
আবারো বিয়ে করেছেন সংগীতশিল্পী নোবেল

বিনোদন ডেস্ক : 

বিতর্ক যেন পিছুই ছাড়ে না সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলের। কখনও স্টেজে মাতলামি, কখনও কটূক্তির অভিযোগ আবার কখনওবা ব্যক্তিজীবন প্রসঙ্গ। এমন নানা বিষয়ে প্রায়ই আলোচনায় এসেছেন তিনি। এবার ফেসবুকে নতুন প্রেমের অন্তরঙ্গ মুহূর্তের ছবি প্রকাশ করে আলোচনায় এই গায়ক।

আবারো বিয়ে করেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে তিনটি ছবি প্রকাশ করেছেন নোবেল, যেখানে এক তরুণীকে আলিঙ্গনরত অবস্থায় দেখা গেছে তাকে। তার কিছুক্ষণ পরেই আরেকটি স্ট্যাটাসে নোবেল জানান, গতকাল বিয়ে করেছেন তারা। নোবেলের নতুন স্ত্রীর নাম ফারজানা আরশি। তার বাড়ি খুলনায়।

রোববার (১৯ নভেম্বর) ফারজান আরশী নামের এক তরুণীর সঙ্গে একটি ঘনিষ্ঠ ছবি প্রকাশ করে বিয়ের খবর দিয়েছেন গায়ক নিজেই। এর আগেও আরশীর সঙ্গে একাধিক ছবি প্রকাশ করেছেন নোবেল।

নিজেই এক ভক্তকে জানান, মেয়েটির নাম আরিশা। তিনি তাদের ভাবি। গায়কের এমন মন্তব্যে স্পষ্ট হয়ে উঠেছে, আবারও প্রেমে মজেছেন তিনি। এমনকি নতুন প্রেমিকার নামও পোস্টে মেনশন করেছেন নোবেল।

সামাজিক যোগাযোগমাধ্যম ঘেঁটে জানা গেছে, আরশির দ্বিতীয় বিয়ে এটি। এর আগে নাদিম আহমেদ নামে এক ফুড ব্লগারের সঙ্গে তার বিয়ে হয়েছিল। আরশি নিজেও একজন ফুড ব্লগার।

আরশির আইডিতে এখনো নাদিমের সঙ্গে বেশ কিছু ছবি রয়েছে। নাদিমের সঙ্গে বিয়ের ছবিও এখনো ঘুরপাক খাচ্ছে ফেসবুকে।

তবে নাদিমের সঙ্গে আরশির বিচ্ছেদ হয়েছে কি না তা জানা যায়নি। নোবেলের সঙ্গে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করলেও তার ফোন নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

চলতি বছরের মে মাসে নোবেলের সঙ্গে বিচ্ছেদ হয় সালসাবিল মাহমুদের সঙ্গে। মাদক না ছাড়ায় নোবেলকে তালাক দেন সালসাবিল। তার আগে বহুদিন ধরে থাকছিলেন আলাদা। ২০১৯ সালের ১৫ নভেম্বর সালসাবিলকে বিয়ে করেছিলেন নোবেল। তার সঙ্গে ডিভোর্সের ৬ মাসের মাথায় ফের বিয়ে করলেন গায়ক।

জানা যায়, এটি নোবেলের চতুর্থ বিয়ে। নোবেল প্রথম বিয়েটা করেন রিমি নামের এক মেয়েকে। সেই সংসার বেশিদিন টেকেনি। রিমিই নাকি ডিভোর্স দিয়েছিলেন নোবেলকে। এরপর এক আত্নীয়র মেয়েকে পারিবারিকভাবে বিয়ে করেন নোবেল। বেশিদিন টেকেনি সেই সংসারও।

ভারতের টিভি চ্যানেল জি বাংলার সংগীতবিষয়ক রিয়েলিটি শো সারেগামাপার মাধ্যমে দুই বাংলাতেই জনপ্রিয় হয়েছেন মাঈনুল আহসান নোবেল। এর পর থেকেই নানা কর্মকাণ্ড করে বিতর্কে জড়িয়েছেন তিনি। গানের চেয়ে বেশি ব্যক্তিজীবন আর নানা মন্তব্যের কারণে হয়েছেন আলোচিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ

আবহাওয়া

%d
%d