সোমবার, ২৪ মার্চ ২০২৫, ০৩:২৫ পূর্বাহ্ন

আন্দোলনকারীদের ওপর পুলিশ লেলিয়ে দেবেন না : সুপ্রিম কোর্ট বার সভাপতি

নিজস্ব প্রতিবেদক
আপডেট : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
আন্দোলনকারীদের ওপর পুলিশ লেলিয়ে দেবেন না : সুপ্রিম কোর্ট বার সভাপতি

নিজস্ব প্রতিবেদক : 

সুপ্রিম কোর্ট বার সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, কোটা বিরোধী আন্দোলনকারীদের ওপর পুলিশ লেলিয়ে দেবেন না।

রোববার (১৪ জুলাই) দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, কোটা আন্দোলনকারীদের ওপর পুলিশ দিয়ে অতিরিক্ত বল প্রয়োগ করছে সরকার। শিক্ষার্থীদের এই আন্দোলনে পুলিশ লেলিয়ে দেবেন না। কোনো ধরনের বলপ্রয়োগ করবেন না।

সরকারকে উদ্দেশ্য করে বার সভাপতি বলেন, আন্দোলনকারীদের ওপর যদি পুলিশ লেলিয়ে দেওয়া হয়, তার দায় সরকারকে নিতে হবে।

এসময় ব্যারিস্টার খোকন, বিসিএস পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনায় সুপ্রিম কোর্টের একজন বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগীয় কমিটি গঠনের দাবি জানান।

সংবাদ সম্মেলনে সুপ্রিম কোর্টের বারের কার্যনির্বাহী কমিটির সদস্য শফিকুল ইসলাম শফিক, ফজলে ইলাহী অভি, ফাতিমা আক্তার উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ

আবহাওয়া