Dhaka রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন শোয়েব মালিক

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৩:২৭:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪
  • ১৮৯ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পাকিস্তানের তারকা অলরাউন্ডার শোয়েব মালিক। এতে করে দীর্ঘ দুই যুগের ক্যারিয়ারের ইতি টানলেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক। ১৯৯৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন তিনি। তারপর ২০০১ সালে বাংলাদেশের বিপক্ষে সাদা পোশাকে অভিষেক হয় তার। সম্প্রতি ক্রিকেট কর্নার নাম এক অনুষ্ঠানে গিয়ে অবসরের এই ঘোষণা দেন ৪২ বছর বয়সী মালিক।

সর্বশেষ জাতীয় দলের জার্সিতে তাকে দেখা গিয়েছিলো ২০২১ সালে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি ফরম্যাটে। তবে তারপর থেকেই দলের বাইরে তিনি। যদিও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিত খেলে যাচ্ছেন। এতে করে ধারণা করা হয়েছিল যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের যৌথ আয়োজনে পাকিস্তানের স্কোয়াডে দেখা যেতে পারে তাকে। তবে শেষ অবদি তা হয়নি। এবার তিনি জানিয়ে দিলেন অবসরের কথা।

পাকিস্তানের হয়ে আবারও তাকে মাঠে দেখা যাবে কিনা; এমন প্রশ্নে সাবেক এই অধিনায়ক বলেন, ‘না, এত বছর খেলতে পারায় আমি খুশি ও সন্তুষ্ট। আমার আবার পাকিস্তানের হয়ে খেলার কোনো আগ্রহ নেই।’

৪২ বছর বয়সি এই অভিজ্ঞ অলরাউন্ডার নিজের অবসর নিয়ে বলেন, ‘আমি ইতোমধ্যেই দুটি ফরম্যাটে অবসরের ঘোষণা দিয়েছি। বর্তমানে আমি লিগ ক্রিকেট খেলছি এবং আমার সময় উপভোগ করছি। যেখানেই খেলার সুযোগ পাই, আমি তা কাজে লাগাতে চেষ্টা করি।’

টি-টোয়েন্টি ক্রিকেটকে কবে বিদায় বলবেন এমন প্রশ্নে শোয়েব বলেন, ‘আমার কোন আগ্রহ নেই আর পাকিস্তানের হয়ে খেলার। তবে আমি যেমন আমার আগের সাক্ষাৎকারে বলেছিলাম যে আমি সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেব।’

শোয়েব মালিক ১৯৯৯ সালে পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর দেশের হয়ে ৩৫টি টেস্ট, ২৮৭টি ওয়ানডে এবং ১২৪টি টি-টোয়েন্টি খেলেছেন। পাকিস্তানের হয়ে তিন ফরম্যাটে তার রান ১১ হাজারের বেশি আর ২১৮টি।

আর ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টিতে শোয়েবের রান ১৩ হাজার ৩৬০। যা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিস গেইলের পর দ্বিতীয় সর্বোচ্চ। গেইলের রান রেকর্ড ১৪ হাজার ৫৬২।

জনপ্রিয় খবর

আবহাওয়া

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন শোয়েব মালিক

প্রকাশের সময় : ০৩:২৭:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪

স্পোর্টস ডেস্ক : 

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পাকিস্তানের তারকা অলরাউন্ডার শোয়েব মালিক। এতে করে দীর্ঘ দুই যুগের ক্যারিয়ারের ইতি টানলেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক। ১৯৯৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন তিনি। তারপর ২০০১ সালে বাংলাদেশের বিপক্ষে সাদা পোশাকে অভিষেক হয় তার। সম্প্রতি ক্রিকেট কর্নার নাম এক অনুষ্ঠানে গিয়ে অবসরের এই ঘোষণা দেন ৪২ বছর বয়সী মালিক।

সর্বশেষ জাতীয় দলের জার্সিতে তাকে দেখা গিয়েছিলো ২০২১ সালে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি ফরম্যাটে। তবে তারপর থেকেই দলের বাইরে তিনি। যদিও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিত খেলে যাচ্ছেন। এতে করে ধারণা করা হয়েছিল যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের যৌথ আয়োজনে পাকিস্তানের স্কোয়াডে দেখা যেতে পারে তাকে। তবে শেষ অবদি তা হয়নি। এবার তিনি জানিয়ে দিলেন অবসরের কথা।

পাকিস্তানের হয়ে আবারও তাকে মাঠে দেখা যাবে কিনা; এমন প্রশ্নে সাবেক এই অধিনায়ক বলেন, ‘না, এত বছর খেলতে পারায় আমি খুশি ও সন্তুষ্ট। আমার আবার পাকিস্তানের হয়ে খেলার কোনো আগ্রহ নেই।’

৪২ বছর বয়সি এই অভিজ্ঞ অলরাউন্ডার নিজের অবসর নিয়ে বলেন, ‘আমি ইতোমধ্যেই দুটি ফরম্যাটে অবসরের ঘোষণা দিয়েছি। বর্তমানে আমি লিগ ক্রিকেট খেলছি এবং আমার সময় উপভোগ করছি। যেখানেই খেলার সুযোগ পাই, আমি তা কাজে লাগাতে চেষ্টা করি।’

টি-টোয়েন্টি ক্রিকেটকে কবে বিদায় বলবেন এমন প্রশ্নে শোয়েব বলেন, ‘আমার কোন আগ্রহ নেই আর পাকিস্তানের হয়ে খেলার। তবে আমি যেমন আমার আগের সাক্ষাৎকারে বলেছিলাম যে আমি সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেব।’

শোয়েব মালিক ১৯৯৯ সালে পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর দেশের হয়ে ৩৫টি টেস্ট, ২৮৭টি ওয়ানডে এবং ১২৪টি টি-টোয়েন্টি খেলেছেন। পাকিস্তানের হয়ে তিন ফরম্যাটে তার রান ১১ হাজারের বেশি আর ২১৮টি।

আর ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টিতে শোয়েবের রান ১৩ হাজার ৩৬০। যা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিস গেইলের পর দ্বিতীয় সর্বোচ্চ। গেইলের রান রেকর্ড ১৪ হাজার ৫৬২।