রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৯:৩৩ অপরাহ্ন

আন্তর্জাকিত রুটে ফ্লাইট চালাতে ৯২ দেশে কথা বলেছে তুরস্ক

যোগাযোগ ডেস্ক
আপডেট : সোমবার, ১৭ আগস্ট, ২০২০
আন্তর্জাকিত রুটে ফ্লাইট চালাতে ৯২ দেশে কথা বলেছে তুরস্ক
সংগৃহিত ছবি

করোনাভাইরাসে অন্যান্য দেশের মতো তুরস্কের ফ্লাইটও বন্ধ ছিল। করোনার ধাক্কা কাটিয়ে দেশটি আবার সারাবিশ্বে ফ্লাইট পরিচালনা করতে চায়।
এজন্য ৯২টি দেশের সঙ্গে কথা বলেছে তুরস্ক। দেশটির পরিবহন ও অবকাঠামোবিষয়ক মন্ত্রী শুক্রবার এ তথ্য জানান।

তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এ খবর দিয়েছে।

খবরে বলা হয়, এক সংবাদ বিবৃতিতে তুরস্কের পরিবহন ও অবকাঠামোবিষয়ক মন্ত্রী আদিল কারাইসমাইলোগলু বলেন, ১৩ আগস্ট পর্যন্ত ৪৮টি দেশের সঙ্গে নির্ধারিত ও অনির্ধারিত ফ্লাইট পরিচালনা করেছে তুরস্ক।

আরও পড়ুন : ফ্লাই দুবাই ফ্লাইট অনুমোদন পেল ঢাকা-দুবাই রুটে

৪৮টি দেশের মধ্যে রয়েছে আলবেনিয়া, আলজেরিয়া, অস্ট্রিয়া, বাংলাদেশ, বেলজিয়াম, কানাডা, চীন, ডেনমার্ক, মিসর, ফ্রান্স, ইতালি, কুয়েত, কাতার, রাশিয়া, সুইডেন, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র।

গত ২০ জুন কাজাখস্তানের সঙ্গে ফ্লাইট চালু হলেও নতুন করে নভেল করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধিতে গত ৪ জুলাই তা বন্ধ করে দেয়া হয়। আগামী ১ সেপ্টেম্বর থেকে মধ্য এশিয়ার দেশটির সঙ্গে ফের ফ্লাইট চালু হবে বলে জানান মন্ত্রী।

পর্যাপ্ত নিরাপত্তা ও সর্বোচ্চ পরিচ্ছন্নতার মাধ্যমে অভ্যন্তরীণ ফ্লাইট চালু করেছে তুরস্ক।

দেশটিতে নভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৪৫ হাজার ৬৩৫ জনে দাঁড়িয়েছে। আরোগ্য লাভ করেছে ২ লাখ ২৮ হাজার ৫৭ জন এবং মারা গেছে ৫ হাজার ৯১২ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ

আবহাওয়া