দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ২৪ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ এ সমতায় ফিরল ইংল্যান্ড। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে টস জিতে শুরুতে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেট হারিয়ে ২৩১ রান তোলে ইংল্যান্ড। ক্যাপ্টেন ইয়ন মরগান ৪২, জো রুট ৩৯, টম কারান ৩৭ ও আদিল রশিদ ৩৫ রান করেন।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালোই ছিল অস্ট্রেলিয়ার। কিন্তু মাঝের নাটকীয় ব্যাটিং ধসে সব কিছু এলোমেলো হয়ে যায় সফরকারীরদের। ক্রিস ওকস, জোফরা আর্চার ও টম কারানদের বোলিং দাপটে ৩২ রানের বিনিময়ে মাঝের ৬ উইকেট হারিয়ে ম্যাচটাই শেষ পর্যন্ত হাতছাড়া করে ফেলেছে তারা। ফলে
অস্ট্রেলিয়ার হয়ে তিনটি উইকেট শিকার করেন অ্যাডাম জাম্পা। দুটি উইকেট নেন মিচেল স্টার্ক।
আরও পড়ুন : সতীর্থদের সঙ্গে মাঠে অনুশীলনে মেসি
জবাবে ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়া তিন উইকেট হারিয়ে ১৪৪ রান তোলার পর মনে হচ্ছিল জয়টা সহজই হবে তাদের জন্য। কিন্তু দলীয় ১৭৬ রানেই নাই হয়ে যায় ৯ উইকেট। মাঝের উইকেটে রান এসেছে মাত্র ৩২।
৪৮.৪ ওভারে ২০৭ রানে গুটিয়ে যায় সফরকারী অস্ট্রেলিয়া। ক্যাপ্টেন অ্যারন ফিঞ্চ খেলেন ৭৩ রানের দুর্দান্ত ইনিংস। মারনাস লাবুশেন ৪৮ ও আলেক্স কেরি ৩৬ রান সংগ্রহ করেন।
ইংল্যান্ড হয়ে তিনটি করে উইকেট শিকার করেন ক্রিস ওকস, ম্যাচ সেরা জোফরা আর্চার ও টম কারান।