Dhaka শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

অসহায় প্রবাসী প্রেমিকের গল্প ‘তুই আমারই’

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৩:৩৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪
  • ২০৯ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

টানা ১০ বছর প্রবাস জীবন কাটিয়ে গ্রামে ফেরে হাসান। টের পায়, তার মনের মানুষ লিলি আর তার সঙ্গে নেই। বদলে গেছে অনেক। হাসান খুঁজতে থাকে, এ দূরত্বের কারণ।

প্রবাস জীবন থেকে ফিরে অসহায় এক প্রেমিকের গল্প উঠে আসবে ‘তুই আমারই’ নামের বিশেষ এ নাটকে। সাদাত রাসেলের গল্প, চিত্রনাট্য ও সংলাপে এটি নির্মাণ করেছেন তৌফিকুল ইসলাম।

এতে হাসান চরিত্রে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান এবং লিলি চরিত্রে সাদিয়া আয়মান।

নির্মাতার মতে, এটি একটি একান্নবর্তী পারিবারের গল্প। যেখানে প্রেম আছে, বিরহ আছে, আনন্দ আছে আবার সম্পদের জটিলতাও আছে। তারই ভেতর একটু আলাদা হয়ে ধরা দিয়েছে বিদেশ ফেরত এক প্রেমিক আর দেশে অপেক্ষা করা প্রেমিকার গল্প।

প্রযোজক এসকে সাহেদ আলী জানান, ‘সিএমভি’র ঈদ আয়োজনে ‘তুই আমারই’ নাটকটি প্রকাশ পাচ্ছে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নাশকতা বা অগ্নিসংযোগের বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিক পদক্ষেপ নেবে সরকার

অসহায় প্রবাসী প্রেমিকের গল্প ‘তুই আমারই’

প্রকাশের সময় : ০৩:৩৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪

বিনোদন ডেস্ক : 

টানা ১০ বছর প্রবাস জীবন কাটিয়ে গ্রামে ফেরে হাসান। টের পায়, তার মনের মানুষ লিলি আর তার সঙ্গে নেই। বদলে গেছে অনেক। হাসান খুঁজতে থাকে, এ দূরত্বের কারণ।

প্রবাস জীবন থেকে ফিরে অসহায় এক প্রেমিকের গল্প উঠে আসবে ‘তুই আমারই’ নামের বিশেষ এ নাটকে। সাদাত রাসেলের গল্প, চিত্রনাট্য ও সংলাপে এটি নির্মাণ করেছেন তৌফিকুল ইসলাম।

এতে হাসান চরিত্রে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান এবং লিলি চরিত্রে সাদিয়া আয়মান।

নির্মাতার মতে, এটি একটি একান্নবর্তী পারিবারের গল্প। যেখানে প্রেম আছে, বিরহ আছে, আনন্দ আছে আবার সম্পদের জটিলতাও আছে। তারই ভেতর একটু আলাদা হয়ে ধরা দিয়েছে বিদেশ ফেরত এক প্রেমিক আর দেশে অপেক্ষা করা প্রেমিকার গল্প।

প্রযোজক এসকে সাহেদ আলী জানান, ‘সিএমভি’র ঈদ আয়োজনে ‘তুই আমারই’ নাটকটি প্রকাশ পাচ্ছে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।