বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১১:০৫ পূর্বাহ্ন

অল রেডদের হাতে ৩০ বছর পর লিগ শিরোপা

স্পোর্টস ডেস্ক
আপডেট : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০

দীর্ঘ ৩০ বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা হাতে তুলে নেয়ার গৌরব দেখাল লিভারপুল খেলোয়াড়রা। আগেই শিরোপা নিশ্চিত হয়ে যাওয়া দলটিকে বুধবার চেলসির বিপক্ষে জয় শেষে শিরোপা তুলে দেয়া হয়। অ্যানফিল্ডে এদিন আট গোলের থ্রিলারে ৫-৩ গোলের জয় তুলে নেয় অল রেডরা। এ জয় তাদের শিরোপা উদযাপনকে আরো মধুর করে তোলে।

অ্যানফিল্ডে টানা তিন মৌসুম অপরাজিত থাকার পর এবার সেই মাঠেই লিগ শিরোপা হাতে তুলে নিল অল রেডরা। লিভারপুল গ্রেট কেনি ডালগ্লিশের হাত থেকে শিরোপা নেন দলনায়ক জর্ডান হেন্ডারসন, যিনি ইনজুরির কারণে বর্তমানে দলের বাইরে। ১৯৯০ সালে লিভারপুল যখন সর্বশেষ লিগ শিরোপা জেতে তখন এই ডালগ্লিশই ছিলেন দলটির কোচ।

শিরোপা পাওয়ার পর গর্বিত জার্মান কোচ ইয়ুর্গেন ক্লোপ বললেন, ‘আমরা চ্যাম্পিয়ন-এটাই সত্যি। আমরা জিতেছি চারটি ট্রফি, বড় বড়। আমরা গর্বিত না হয়ে পারি না। সচরাচর আমি কিছুর সাথে ছবি তুলি না, কিন্তু চারটি ট্রফির সাথেই আমি ছবি তুলব। এটা তো বাববার ঘটে না।’

লিভারপুল অধিনায়ক জর্ডান হেন্ডারসন শিরোপা উঁচিয়ে ধরার অনুভুতি প্রকাশ করে বলেন, ‘আমরা দীর্ঘদিন অপেক্ষা করছি। সেখানে (পদকমঞ্চ) হেঁটে যাওয়া অবিশ্বাস্য, এটি (শিরোপা) হাতে তুলে নেয়া আজ ছেলেদের প্রাপ্য। যেসব পরিবার আমাদের দেখছেন তাদের ধন্যবাদ জানাই। মুকুট পরা সত্যিই বিশেষ মুহূর্ত। গত মৌসুমের কারণে এটা আরো মধুর হয়ে উঠেছে, এটা জেতা ছিল কঠিন কাজ। আমরা চ্যাম্পিয়ন্স লিগ জিতে জবাব দিয়েছি এবং জানতাম, আমাদের কাজ শেষ হয়নি।’

হেন্ডারসন আরো বলেন, ‘ছোটবেলা থেকেই প্রিমিয়ার লিগ আমার জন্য স্বপ্ন ছিল। এ কারণেই লিভারপুলে আসা। এটা এক রাতে ঘটেনি, এটা ছিল একটি প্রক্রিয়া ও যাত্রা। কাজটি এভাবে সম্পন্ন করতে পারাটা ছিল খুবই স্পেশাল। গ্যাফার (ক্লোপ) ড্রেসিংরুমের ভেতরে একটি ঐক্যের সৃষ্টি করেছে, যার প্রতিফলন ঘটেছে আমাদের মাঠের পারফরম্যান্সে।’

কভিড-১৯ মহামারীর কারণে ১৭ জুন থেকে দর্শকহীন মাঠেই খেলা চলছে। লিভারপুলের শিরোপা উদযাপনেও তাই ৫৩ হাজার ধারণক্ষম স্টেডিয়ামে কোনো দর্শক ছিল না। ক্লাব সমর্থকদের উদ্দেশে জার্মান কোচ বলেন, ‘আপনারা আমাদের সুখী করেছেন, আমাদের সবার উচিত বাড়িতে বসে উদযাপন করা। এই ভাইরাসটি গেলে আমরা একটি পার্টির আয়োজন করব।’

এদিকে লিভারপুলের কাছে হারের ফলে সেরা চারে থাকা নিশ্চিত করতে রোববার শেষ ম্যাচে এক পয়েন্ট পেতে হবে চেলসিকে। তাতে মিলবে পরবর্তী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের টিকিটও।

বুধবার ওয়েস্ট হামের সঙ্গে ১-১ গোলে ড্র করে চেলসিকে টপকে টেবিলের তিনে উঠে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। এ ড্রয়ে ওয়েস্ট হামও টিকে থাকল প্রিমিয়ার লিগে। রোববার লেস্টারের বিপক্ষে ম্যানইউ এক পয়েন্ট পেলেই চ্যাম্পিয়ন্স লিগে উত্তীর্ণ হবে। তবে ব্রেন্ডন রজার্সে লেস্টার যদি জিতে যায় তবে ওলে গুনার সোলশারের ম্যানইউকে আগামী মৌসুমে খেলতে হবে ইউরোপা

লিগে, যদি না উলভারহ্যাম্পটনের কাছে চেলসি হেরে যায়।

৩৭ রাউন্ড শেষে লিভারপুল ৯৬ পয়েন্ট নিয়ে শীর্ষে, ৭৮ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি। এরপর যথাক্রমে ম্যানইউ (৬৩), চেলসি (৬৩) ও লেস্টার সিটি (৬২)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ

আবহাওয়া