রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ০৮:০০ পূর্বাহ্ন

অভ্যন্তরীণ ৩ রুটে ফ্লাইট চলাচল ২৫ জুলাই

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বুধবার, ২২ জুলাই, ২০২০

করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর ফের অভ্যন্তরীণ ফ্লাইট চালু করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ বিমান। আগামী ২৫ জুলাই (শনিবার) থেকে চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুর রুটে বিমান চলবে।
বুধবার (২২জুলাই) বাংলাদেশ বিমানের পক্ষ থেকে সারাবাংলাকে একথা জানান বাংলাদেশ বিমানের ডিজিএম তাহেরা খন্দকার।

তাহেরা খন্দকার জানান, ২৫জুলাই থেকে চট্টগ্রাম রুটে প্রতিদিন ৬টি ফ্লাইট, সৈয়দপুরে রুটে ৪টি ফ্লাইট আর সিলেট রুটে ৬টি ফ্লাইট পরিচালনা করা হবে।
আগের ভাড়াতেই যাত্রীরা ভ্রমণ করতে পারবেন। বিমানের বিক্রয় অফিস, ওয়েবসাইট, মোবাইল অ্যাপস ও এজেন্টের মাধ্যমে টিকিট কেনা যাবে।

করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত বিমানখাত। মার্চের শেষ সপ্তাহ থেকে ৩০ মে পর্যন্ত বন্ধ ছিল অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল।
এরপর অভ্যন্তরীণ রুটে বিমান চালু হয় ১জুন। কিন্তু যাত্রী না থাকায় ওইদিন থেকেই চট্টগ্রাম, সৈয়দপুর ও সিলেট রুটে সকল ফ্লাইট বাতিল করে দেয় বাংলাদেশ বিমান।

যাত্রী স্বল্পতার কারণে চট্টগ্রাম, সৈয়দপুর ও সিলেটে ফ্লাইট পরিচালনা বন্ধ থাকলেও আগামী ২৫জুলাই থেকে নিয়মিত ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে বাংলাদেশ বিমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ

আবহাওয়া