বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ০২:০৮ পূর্বাহ্ন

অভিনেতা এমপি ফারুককে সিঙ্গাপুর নেওয়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক
আপডেট : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০
অভিনেতা এমপি ফারুককে সিঙ্গাপুর নেওয়া হয়েছে
অভিনেতা ফারুক

উন্নত চিকিৎসার জন্য চিত্রনায়ক, অভিনেতা, এমপি ফারুককে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ৭টা ২০ মিনিটে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের উদ্দেশে তাকে নিয়ে যাওয়া হয়।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, যাত্রীবাহী বিমানের ফ্লাইট নিয়মিত চলাচল না করায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কার্গো বিমানে তাকে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুন : পলা যেভাবে পরিচালকের কাছে যৌন হেনস্তার শিকার

সঙ্গে গেছেন তার স্ত্রী ফারহানা ফারুক। গত ৫ সেপ্টেম্বর থেকে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত বুধবার এই হাসপাতালে চিকিৎসকদের বোর্ড মিটিং অনুষ্ঠিত হয়। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, তিনি টিবি রোগে ভুগছেন। কিছু টেস্ট করলেই নিশ্চিত হওয়া যাবে।

এই টেস্টগুলো সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে করাতে চান ফারুক। এর আগে জ্বর থাকায় গত ১৮ আগস্ট ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয় তাকে। করোনা টেস্ট করা হলে রেজাল্ট নেগেটিভ আসে।

কিছুটা সুস্থ হওয়ায় ২৬ আগস্ট বাসায় ফেরেন তিনি। ফের শারীরিক অবস্থা খারাপ হওয়ায় ৩১ আগস্ট আবারও তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার উন্নতি না হওয়ায় তাকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ

আবহাওয়া