Dhaka শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

অন্য দেশে ভোট না দিলে জরিমানা হয়, আমরা করি না: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : 

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, অন্য দেশে ভোট না দিলে জরিমানা হয়, কিন্তু আমরা তা করি না। আমরা ভোটারদের কেন্দ্রে আসার আহ্বান জানাই। আপনি যাকে খুশি ভোট দেন, সেই ব্যবস্থা আমরা নেবো।

বুধবার (১৩ ডিসেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।

ভোটারদের কেন্দ্রে আসার আহ্বান জানিয়ে আব্দুল মোমেন বলেন, আমাদের নির্বাচনের দিকে সারাবিশ্বের মানুষ তাকিয়ে আছে। আমরা চাই ভোটাররা দলে দলে উৎসবমুখর পরিবেশে ভোট দিতে আসবেন।

এ সময় প্রবাসীদেরও ভোট দেয়ার ব্যবস্থা করা হয়েছে জানিয়ে তিনি বলেন, তারা ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। তবে এর জন্য আগেই ভোটারদের তথ্য দিতে হবে।

বিএনপির সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের বিষয়ে তিনি বলেন, বিএনপির সঙ্গে তাদের (যুক্তরাষ্ট্র) একটা দূরত্ব হতে পারে। কারণ তারা সংঘাত ও সন্ত্রাস দেখতে চায় না।

পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, যুক্তরাষ্ট্র গণতন্ত্রে বিশ্বাস করে, তারা আমাদের সঙ্গে থাকবে বলে আশা প্রকাশ করেছেন।

নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান জানিয়ে আব্দুল মোমেন বলেন, ‘৫২ বছর ধরে যুক্তরাষ্ট্র আমাদের বন্ধু। তারা চায় সুষ্ঠু ও অবাধ নির্বাচন। এরসঙ্গে তারা সংঘাতমুক্ত নির্বাচনও দেখতে চায়, আমরাও তাই-ই চাই। তবে সংঘাতমুক্ত নির্বাচনের গ্যারান্টি আমরা দিতে পারি না। কারণ আমাদের সংস্কৃতি এমন না। এর জন্য সব দলের একমত হতে হবে। আমরা সুষ্ঠু ও অবাধ নির্বাচন করে দেখাবো।’

আবহাওয়া

১০ বছরের মধ্যে ক্ষমতায় না গেলে রাজনীতি ছেড়ে দেব : নাহিদ ইসলাম

অন্য দেশে ভোট না দিলে জরিমানা হয়, আমরা করি না: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশের সময় : ০৮:২৭:০৫ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, অন্য দেশে ভোট না দিলে জরিমানা হয়, কিন্তু আমরা তা করি না। আমরা ভোটারদের কেন্দ্রে আসার আহ্বান জানাই। আপনি যাকে খুশি ভোট দেন, সেই ব্যবস্থা আমরা নেবো।

বুধবার (১৩ ডিসেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।

ভোটারদের কেন্দ্রে আসার আহ্বান জানিয়ে আব্দুল মোমেন বলেন, আমাদের নির্বাচনের দিকে সারাবিশ্বের মানুষ তাকিয়ে আছে। আমরা চাই ভোটাররা দলে দলে উৎসবমুখর পরিবেশে ভোট দিতে আসবেন।

এ সময় প্রবাসীদেরও ভোট দেয়ার ব্যবস্থা করা হয়েছে জানিয়ে তিনি বলেন, তারা ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। তবে এর জন্য আগেই ভোটারদের তথ্য দিতে হবে।

বিএনপির সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের বিষয়ে তিনি বলেন, বিএনপির সঙ্গে তাদের (যুক্তরাষ্ট্র) একটা দূরত্ব হতে পারে। কারণ তারা সংঘাত ও সন্ত্রাস দেখতে চায় না।

পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, যুক্তরাষ্ট্র গণতন্ত্রে বিশ্বাস করে, তারা আমাদের সঙ্গে থাকবে বলে আশা প্রকাশ করেছেন।

নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান জানিয়ে আব্দুল মোমেন বলেন, ‘৫২ বছর ধরে যুক্তরাষ্ট্র আমাদের বন্ধু। তারা চায় সুষ্ঠু ও অবাধ নির্বাচন। এরসঙ্গে তারা সংঘাতমুক্ত নির্বাচনও দেখতে চায়, আমরাও তাই-ই চাই। তবে সংঘাতমুক্ত নির্বাচনের গ্যারান্টি আমরা দিতে পারি না। কারণ আমাদের সংস্কৃতি এমন না। এর জন্য সব দলের একমত হতে হবে। আমরা সুষ্ঠু ও অবাধ নির্বাচন করে দেখাবো।’